প্রোগ্রামের অংশীদার

ইসলামিক সোসাইটি ব্যাংকের ৪ টি পক্ষ। ১। স্থানীয় সমিতির সদস্যগণ- যাঁরা সুদের বিপরীত মূলধন ও শ্রমের অংশীদারী পদ্ধতির ব্যবসায়ী। ২। সমিতির সদস্য এবং অংশীদার উদ্যোক্তা। ৩। সমিতির সদস্য এবং বিজনেস এডমিনিস্ট্রেটর। ৪। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা। প্রথম তিন পক্ষ তাদের চুক্তি বিশ্বস্ততা আমানতদারিতা স্বচ্ছতা বজায় রাখলে চতুর্থ পক্ষ আল্লাহ সবার ওলি থাকবেন এবং সমৃদ্ধির পথে আলোর পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ।

Leave A Reply