আর যদি তোমরা (সূদ বর্জন) না কর, তাহলে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত জানো। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না।
স্থানীয় সৎকর্মশীল অার্থসামাজিক মানুষ তৈরী এবং প্রশিক্ষণের মাধ্যমে ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট( IBM) বিষয়ে পারদর্শী এমন এডমিনিস্ট্রেটর তৈরী – যারা পুঁজিবাদী ধ্বংসাত্মক সুদ কিস্তির ঋণের আর্থিক ব্যবস্থার মোকাবেলায় স্থানীয় সামাজিক বিজনেস ইনস্টিটিউশনের, সুদের বিপরীত মূলধন ও শ্রমের অংশীদারী পদ্ধতির ব্যবসা সমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে সক্ষম এবং সৎকর্মশীল উদ্যোক্তা উন্নয়ন সহ শক্তিশালী সস্মিলিত হালাল মূলধন গঠনে সক্ষম ।
আমাদের ভিশন
মানুষের একমাত্র রব একমাত্র ইলাহ – আল্লাহ প্রেরিত ঐশি বিষয়াবলি- কুরআনের সাথে আমরা দ্বিমত করি না এবং মানুষের কল্যাণে এই বিষয়াবলী নিজেদের অার্থসামাজিক পরিমন্ডলে বাস্তবায়ন ও বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।
বিজনেস এডমিনিস্ট্রেটর পদে আবেদন করুন
আপনি কি চান?
আপনার নিজ এলাকার মানুষ সুদ কিস্তির ঋণ থেকে মুক্তির পথ খুঁজে পাক
এলাকার ছেলেমেয়েদের ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট পেশায় স্থায়ী চাকুরী হোক।
উদ্যোক্তাদের হালাল মূলধনের অভাব পূরণ হোক।
সোসাইটির মূলধনের মালিকগণ ১০০% হালাল এবং সন্তোষজনক লভ্যাংশ পাক।
তবে; স্থানীয় সুদ থেকে মুক্তিকামী ভ্রাতৃসমাজের উদ্যোক্তা সদস্য এবং উদ্যোক্তা ব্যবস্থাপক হিসাবে সময় শ্রম দিয়ে উদ্যোগ গ্রহণ করুন। ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার " সোসাল ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনার ইচ্ছার বাস্তবায়নে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ।
প্রশিক্ষণ, বিজনেস ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং সোসাইটি গঠনে আমরা পূর্ণ সহযোগিতা করবো।