فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍۢ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ আর যদি তোমরা (সূদ বর্জন) না কর, তাহলে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত জানো। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না।

Welfare Business Support Fund

ঈমান এবং নেক কর্মই সব সমস্যার সমাধান। নেক কর্মসমূহের মধ্যে হালাল আয়মুলক কাজ সবচেয়ে জরুরী নেক আমল। এটা মানব জীবন রক্ষাকারী নেক আমল। কিন্তু হালাল মূলধনের অভাবে অনেকেই সুষ্ঠুভাবে ব্যবসা বানিজ্য করতে পারেনা। পুঁজিবাদী সমাজব্যবস্থার কারণে আমাদের সমাজে সম্পদের ইনসাফপূর্ণ বন্টন কার্যকর নাই। এমতাবস্থায় সম্পদশালী মুমিনদের সম্পূরক জীবন রক্ষাকারী নেক আমল হলো; ওয়েলফেয়ার বিজনেস সাপোর্ট ফান্ডের মাধ্যমে, হালাল মূলধন বঞ্চিতদের মূলধনের যোগান নিশ্চিত করা। একটি সুন্দর ব্যবসা ব্যবস্থাপনা সিসটেমের আওতায় এই নেক আমল করা উচিত। দারিদ্র্য মোচন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য “ওয়েলফেয়ার বিজনেস সাপোর্ট ফান্ড ” অনন্য ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।