7 Steps to get rid of riba

সুদ কিস্তির ঋণের জুলুম মুক্তির ৭ সিঁড়ি
স্লোগান ১ -“সঞ্চয়ের নামে ঋণের সুদ খাওয়া বন্ধ করুন; 

 প্রাতিষ্ঠানিক অংশীদারি পন্থায় মুদারাবা হালাল মূলধন গঠন ক’রে, মূলধন ও শ্রমের অংশীদারি ব্যবসা এবং সাধারণ মালিকানার সামাজিক ব্যবসায় বিনিয়োগ  করুন”(যেমন,  সুলভ বাজার, ক্ষুদ্র শিল্প, কৃষি খামার)       

স্লোগান ২ -“ নিজ ব্যবসায় সুদ কিস্তির ঋণ নেয়া বর্জন করুন; সুদের ঋনের বিপরীত, ভ্রাতৃসমাজের মূলধন ও শ্রমের অংশীদারি ব্যবসায় অংশ নিন”        

১। সুদের গোনাহ  থেকে বাঁচা, ১০০% হালাল লভ্যাংশ প্রাপ্তি এবং সৎকর্মশীলদের সামাজিক ভ্রাতৃত্ব বজায় রাখতে- সুদের প্রতিষ্ঠানের  বিপরীত, অংশীদারী পন্থায় মুদারাবা হালাল মূলধন গঠন ক’রে- মূলধন ও শ্রমের অংশীদারি পদ্ধতির ব্যবসায়   ইনসাফপূর্ণ বিনিয়োগ বণ্টনে অংশগ্রহণ করা।     

২। এজন্য স্থানীয় ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সোসাইটির হালাল মূলধন গঠন পরিকল্পনার মাধ্যমে , নিজ সামর্থ্য অনুসারে নিয়মিত  মুদারাবা হালাল মূলধন (MHC) গঠন করা।    

৩। নিজ ব্যবসায়িক মূলধনের অভাব পূরণ করতে , স্থানীয় সামাজিক ব্যবসা সোসাইটির মূলধন ও শ্রমের  অংশীদারি পদ্ধতির  ব্যবসায়, সোসাইটির  ‘চলতি ব্যবসায়িক  মূলধনের'(CBC), সাথে নিজ ‘অংশীদারি ব্যবসায়িক মূলধন  (PBC) ও শ্রমের অংশীদারিত্ব করা এবং চুক্তি ভিত্তিক লভ্যাংশ বণ্টন করে নেয়া। (লাভের ৭০%  শ্রম অংশীদার -উদ্যোক্তার  এবং মূলধনের মালিক- সামাজিক ব্যবসা সোসাইটি ৩০% । লোকসান মূলধন অনুপাতে বহন করা )   

৪। যারা স্থানীয় সামাজিক ব্যবসা সোসাইটির ব্যবসা/প্রকল্পে ‘অংশীদারি ব্যবসায়িক মূলধন” এবং শ্রমের -অংশীদারিত্ব ক’রে  ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ,  তাদেরকে ব্যবসা/প্রকল্প নগদ ও সম্পদের ১০০% আমানতদারী করা।     

৫। “মূলধন সমন্বয় ও নিয়ন্ত্রণ কৌশলের” মাধ্যমে ব্যবসা/প্রকল্প সমুহের ব্যবস্থাপনায় BMC এর ব্যবস্থাপকদের আন্তরিক সহযোগিতা করা ( মূলধন ও আয় ব্যয়ের তথ্য সংরক্ষণ , লাভ-লোকসান নির্ণয় ও আবণ্টন এবং চলতি ব্যবসায়িক মূলধন সমন্বয়)

৬। ব্যবসা/প্রকল্প ভিত্তিক এই মূলধন ও শ্রমের অংশীদারি পদ্ধতির ব্যবসা/প্রকল্প সমুহের  মূলধন ক্ষতির বিষয়ে সামাজিক সাংগঠনিক দায়িত্ব গ্রহণ ।(Moral rectification; Social Prevention; Financial Solution;)    ৭। এভাবেই অংশীদারি পন্থায় সম্মিলিতভাবে স্থানীয় স্থানান্তরঅযোগ্য “মুদারাবা হালাল মূলধন” গঠন এবং সুদের বিপরীত , অংশীদারি পদ্ধতির ব্যবসায়  ইনসাফপূর্ণ বিনিয়োগ বণ্টনে অংশগ্রহণ ক’রে  আল্লাহর দয়া ও ক্ষমা চাওয়া। “

Leave A Reply