আমরা ভ্রাতৃসমাজ (BrotherlySociety)

* আমরা সবাই স্থানীয় আর্থ-সামাজিকভাবে আইন সম্মত উপায়ে সোসাইটিভুক্ত
-উদ্দেশ্য হলো আর্থ-সামাজিক ইবাদাতের জন্য সুদ ঋন কিস্তি থেকে বাঁচা এবং নিজেদের মধ্যে সামাজিক ভ্রাতৃত্ব ও সহযোগীতা বৃদ্ধি করা।   

* আমরা সামর্থ্যানুশারে মুদারাবা হালাল মূলধন গঠনের জন্য, নিজেদের সোসাইটির স্থানীয় মুদারাবা হালাল মূলধনে (MHC) তহবিলে অংশগ্রহন করি।   

* আমরা মূলধন ও শ্রমের অংশীদারী পদ্ধতির (মুদারাবা) ব্যবসায় এবং বিধিবদ্ধ মালিকানার সাধারণ ব্যবসা প্রকল্পে ইনসাফপূর্ণ বিনিয়োগ করি। এই ব্যবসায় আমাদের সদস্যরাই অংশীদার উদ্যোক্তা ও শ্রমের অংশীদার হয়।        

* আমাদের অংশীদার উদ্যোক্তাগণ ব্যবসা/ প্রকল্পের সম্পদের ১০০% আমানতদারী করে এবং লেনদেনের সত্য তথ্য দেয়। তাঁরা নির্ণীত মোট লাভের ৭০% গ্রহন করে । তাঁরা অংশীদারি ব্যবসায়িক মূলধনেও অংশ নেয়।     

* ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা (BrotherlySociety) আমাদের ব্যবসা ও হিসাব ব্যবস্থাপনার চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করে। সংস্থা আমাদের ব্যবসা ব্যবস্থাপনা কেন্দ্রের (BMC) মোট আয়ের ৫০% থেকে প্রাথমিকভাবে ব্যবস্থাপকদের ক্রমবর্ধমান বেতন ও প্রশাসনিক খরচ করে অথবা কাজের টার্গেট ভিত্তিক নির্দিষ্ট বেতন ধার্য করে। অবশিষ্ট আয় থেকে ব্যবসায়িক ক্ষতিপূরণ এবং মূলধন ক্ষতিপূরণ তহবিলে ৫% রিজার্ভ রেখে, বাকী আয়ের ৮০% আমাদের মূলধন অনুপাতে বন্টন করে দেয়। অবশিষ্ট ২০% সংস্থার ব্যবস্থাপনা আয়। এই আয় থেকেই সংস্থা ব্যবস্থাপনা উন্নয়নের এবং কল্যাণ ব্যবসা সাপোর্ট তহবিলে বিনিয়োগ করে।  অংশীদারি পদ্ধতির এই ব্যবস্থাপনা সবার জন্যই কল্যাণকর।  

ব্যবস্থাপকরা যাতে অন্য প্রতিষ্ঠানের তুলনায় সম্মানজনক বেতন পায় এবং মূলধনের মালিকগণও যাতে কাংখিত হালাল লভ্যাংশ পায়, সেজন্য আমরা শক্তিশালী স্থানান্তর অযোগ্য মুদারাবা হালাল মূলধন গঠনের যথাসাধ্য চেষ্টা করি ।  

* আমরা মূলধনের মালিক হিসাবে, এই রকম ব্যবসা চুক্তিতে, শুরু থেকেই যে লভ্যাংশ পাই, তা যে কোন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশী বরকতময়। আমরা ব্যবসায়িক ক্ষতি মূলধন অনুপাতে বহন করি এবং মূলধন ক্ষতি পুরনের বিষয়ে সামাজিক দায়িত্ব গ্রহণ করি। আমাদের অংশীদার উদ্যোক্তাগণ ঋনভারমুক্ত, সুদমুক্ত, কিস্তিমুক্ত।     
আমাদের মূলধন অ শ্রমের অংশীদারি ব্যবসা প্রকল্পের নাম-
Business & Entrepreneurs Development Project BEDP