ইসলামিক সোসাইটি ব্যাংকের ৪ টি পক্ষ। ১। স্থানীয় সমিতির সদস্যগণ- যাঁরা সুদের বিপরীত মূলধন ও শ্রমের অংশীদারী পদ্ধতির ব্যবসায়ী। ২। সমিতির সদস্য এবং অংশীদার উদ্যোক্তা। ৩। সমিতির সদস্য এবং বিজনেস এডমিনিস্ট্রেটর। ৪। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা। প্রথম তিন পক্ষ তাদের চুক্তি বিশ্বস্ততা আমানতদারিতা স্বচ্ছতা বজায় রাখলে চতুর্থ পক্ষ আল্লাহ সবার ওলি থাকবেন এবং সমৃদ্ধির পথে আলোর পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ।
“সুদ কিস্তির ঋণের জুলুম মুক্তির ৭ সিঁড়ি “
স্লোগান ১ -“সঞ্চয়ের নামে ঋণের সুদ খাওয়া বন্ধ করুন;
প্রাতিষ্ঠানিক অংশীদারি পন্থায় মুদারাবা হালাল মূলধন গঠন ক’রে, মূলধন ও শ্রমের অংশীদারি ব্যবসা এবং সাধারণ মালিকানার সামাজিক ব্যবসায় বিনিয়োগ করুন”(যেমন, সুলভ বাজার, ক্ষুদ্র শিল্প, কৃষি খামার)
স্লোগান ২ -“ নিজ ব্যবসায় সুদ কিস্তির ঋণ নেয়া বর্জন করুন; সুদের ঋনের বিপরীত, ভ্রাতৃসমাজের মূলধন ও শ্রমের অংশীদারি ব্যবসায় অংশ নিন”
১। সুদের গোনাহ থেকে বাঁচা, ১০০% হালাল লভ্যাংশ প্রাপ্তি এবং সৎকর্মশীলদের সামাজিক ভ্রাতৃত্ব বজায় রাখতে- সুদের প্রতিষ্ঠানের বিপরীত, অংশীদারী পন্থায় মুদারাবা হালাল মূলধন গঠন ক’রে- মূলধন ও শ্রমের অংশীদারি পদ্ধতির ব্যবসায় ইনসাফপূর্ণ বিনিয়োগ বণ্টনে অংশগ্রহণ করা।
২। এজন্য স্থানীয় ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সোসাইটির হালাল মূলধন গঠন পরিকল্পনার মাধ্যমে , নিজ সামর্থ্য অনুসারে নিয়মিত মুদারাবা হালাল মূলধন (MHC) গঠন করা।
৩। নিজ ব্যবসায়িক মূলধনের অভাব পূরণ করতে , স্থানীয় সামাজিক ব্যবসা সোসাইটির মূলধন ও শ্রমের অংশীদারি পদ্ধতির ব্যবসায়, সোসাইটির ‘চলতি ব্যবসায়িক মূলধনের'(CBC), সাথে নিজ ‘অংশীদারি ব্যবসায়িক মূলধন (PBC) ও শ্রমের অংশীদারিত্ব করা এবং চুক্তি ভিত্তিক লভ্যাংশ বণ্টন করে নেয়া। (লাভের ৭০% শ্রম অংশীদার -উদ্যোক্তার এবং মূলধনের মালিক- সামাজিক ব্যবসা সোসাইটি ৩০% । লোকসান মূলধন অনুপাতে বহন করা )
৪। যারা স্থানীয় সামাজিক ব্যবসা সোসাইটির ব্যবসা/প্রকল্পে ‘অংশীদারি ব্যবসায়িক মূলধন” এবং শ্রমের -অংশীদারিত্ব ক’রে ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে , তাদেরকে ব্যবসা/প্রকল্প নগদ ও সম্পদের ১০০% আমানতদারী করা।
৫। “মূলধন সমন্বয় ও নিয়ন্ত্রণ কৌশলের” মাধ্যমে ব্যবসা/প্রকল্প সমুহের ব্যবস্থাপনায় BMC এর ব্যবস্থাপকদের আন্তরিক সহযোগিতা করা ( মূলধন ও আয় ব্যয়ের তথ্য সংরক্ষণ , লাভ-লোকসান নির্ণয় ও আবণ্টন এবং চলতি ব্যবসায়িক মূলধন সমন্বয়)
৬। ব্যবসা/প্রকল্প ভিত্তিক এই মূলধন ও শ্রমের অংশীদারি পদ্ধতির ব্যবসা/প্রকল্প সমুহের মূলধন ক্ষতির বিষয়ে সামাজিক সাংগঠনিক দায়িত্ব গ্রহণ ।(Moral rectification; Social Prevention; Financial Solution;) ৭। এভাবেই অংশীদারি পন্থায় সম্মিলিতভাবে স্থানীয় স্থানান্তরঅযোগ্য “মুদারাবা হালাল মূলধন” গঠন এবং সুদের বিপরীত , অংশীদারি পদ্ধতির ব্যবসায় ইনসাফপূর্ণ বিনিয়োগ বণ্টনে অংশগ্রহণ ক’রে আল্লাহর দয়া ও ক্ষমা চাওয়া। “